Skip to Main Navigation
প্রেস বিজ্ঞপ্তি 9 জুলাই 2019

বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আগামীকাল বাংলাদেশে আসছেন

ঢাকা, জুলাই ০৯, ২০১৯ - আগামীকাল বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিভা ঢাকায় পৌঁছাবেন । বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

দুই দিনের সফরে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী, সিনিয়র সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন এবং বিশ্বব্যাংকের সহায়তা প্রাপ্ত একটি প্রকল্প পরিদর্শন করবেন। এই সফর বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রপের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করতে সহায়তা করবে। তিনি ১০ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ) এর তৃতীয় নির্বাহী বৈঠকেও যোগ দেবেন।

জর্জিভা বলেন, "বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন-সহযোগী হিসেবে পেয়ে বিশ্বব্যাংক গর্বিত। আমরা বাংলাদেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উল্লেখযোগ্য প্রচেষ্টাকে সাহায্য করবো ।" তিনি আরো বলেন, “ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও, বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে অভিযোজন ও দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি কিভাবে নেয়া যায় । আমি বাংলাদেশের সফল উন্নয়ন উদ্ভাবন গুলো এবং তা কিভাবে অন্যান্য জায়গায় প্রয়োগ করা যায় তা আরো গভীর ভাবে জানতে চাই।”

এ সফরে উপস্থিত থাকবেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, হার্টউইগ শেফার।

স্বাধীন হওয়ার পর বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩০ বিলিয়ন ডলারের অনুদান ও সুদমুক্ত ঋণ দিয়েছে। বাংলাদেশে বর্তমানে সবচেযে বড় আইডিএ কর্মসূচি চলছে যার পরিমান ১২.৬ বিলিয়ন ডলার। 


যোগাযোগ

Washington
Elena Karaban
(202) 473-9277
ekaraban@worldbank.org
Dhaka
Mehrin Ahmed Mahbub
(880-2) 55667777
mmahbub@worldbank.org
Api
Api